বর্তমান সময়ে আমরা অনেক কিছু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ইন্টারনেটে ভাইরাল হতে দেখি। একেক দিন একেকজন বা নতুন কিছু দেখতে পাই। তেমনি একজন ভাইরাল নারী হলেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী যার পুরো নাম তামিমা সুলতানা শভনম।
কে এই তামিমা সুলতানা তাম্মি?
তিনি ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বয়স যখন পনের কিংবা ষোল তখন সে রাকিব হাসান নামক একটা ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়েন। যখন তার পরিবার অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতেছে এই রাকিব হাসান তাকে অনেক সাহায্য করেছে এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর রাকিব হাসানের পিতা-মাথা তামিমা সুলতানা তাম্মিকে মেনে নেয় নি। তারা মনে করতেন তামিমা তাম্মি কোনো ভালো মেয়ে নয় কিংবা তার চরিত্র খারাপ। মা বাবার কথা অমান্য করে রাকিব হাসান তামিমা তাম্মিকে নিয়ে আলাদা ঘরে উঠেন আর নিজেদের সংসার জীবন চালু করেন। কিছু সময় পর তামিমা সুলতানা বায়না ধরেন যে তিনি আবার নিজের পড়ালেখা শুরু করবেন আর এতে রাকিব সম্মতি দেন। যখন তামিমা দশম শ্রেণীতে তার পর থেকে রাকিব হাসান তামিমা তাম্মির যাবতীয় খরচ বহন করতেন আর বিয়ের কিছু মাস পর তামিমা সুলতানা গর্ভবতী হয়ে পড়েন।
ইন্সুরেন্স করলে আপনার জীবনের কিছু অর্থ বাচাতে পারবেন। যা আপনার জীবনের প্রয়োজনে কাজে লাগতে পারে।
কিছু মাস পরে রাকিব হাসান এবং তামিমা সুলতানা তাম্মির মাঝে তাদের প্রথম সন্তান আসে যার নাম রাখা হয় তুবা মনি। সে মা-বাবার সাথে আস্তে আস্তে বড় হতে থাকে আর তাদের জীবন মোটামুটি ভালোভাবে চলে। কিন্তু রাকিব লক্ষ্য করেন যে তার স্ত্রী তামিমার মধ্যে অনেক পরিবর্তন দেখা দিতেছে। তিনি তাম্মিকে এই বিষয়ে বললে তামিমা তাকে আশস্ত করেন যে সে এমন কিছু করবে না যাতে রাকিবকে মানসিক কিংবা শারীরিক আঘাতপ্রাপ্ত হতে হয়। এভাবে তাদের জীবন চলতে থাকে আর তামিমার পড়ালেখা ও শেষ হয়ে যায়। পড়ালেখা চলাকালীন সময়ে তামিমার অনেক বন্ধু তৈরি হয় আর সে পরিবর্তনশীল ও হতে থাকে। ২০১৮ সালের দিকে তামিমা সুলতানা যখন নাসিরের সাথে দেখা করেন তখন তারা বন্ধু হয়ে উঠেন। আর তাম্মি এরই মাঝে একজন সৌদি-এয়ারলাইন্সের বিমানবালা হয়ে যান। সেই সুবাদে তামিমা আরো অনেকের সাথে পরিচিতি লাভ করেন আর বিবাহ অবস্থায় তিনি অলক নামের একটা ছেলের সাথে গোপনে প্রেম করতে থাকেন। রাকিব হাসান তাকে এতটাই বিশ্বাস করতেন যে তিনি বার বার তামিমাকে ক্ষমা করতে থাকেন। এভাবে দিন যেত লাগলো আর তামিমা এরই মাঝে অলককে ছেড়ে নাসির হোসেনের সাথে শখ্যতা গড়ে তুলেন। তামিমা সুলতানার সাথে যখন সাংবাদিকদের কথা হয় তখন তিনি বলেন, নাসির হোসেনের বাচ্চা ভাবটা তাকে দূর্বল করে ফেলে যার কারণে তিনি তার প্রেমে পড়তে বাধ্য হন। ২০২১ সালের ফ্রেবুয়ারিতে নাসির হোসেন সবার সামনে তাকে বিয়ে করেন আর এটা রাকিব হাসান দেখে অবাক। তিনি নিজের চুখকে বিশ্বাস করতে পারছিলেন না যে তার বিবাহিত স্ত্রী তাকে কিছু না জানিয়ে না বলে নাসির হোসেনকে বিয়ে করে ফেলেছেন। এতে তিনি থানায় জিডি করেন আর আদালতে প্রতারণার মামলা করেন। যা এখনো চলমান রয়েছে আর তামিমা ও মামলা লড়তে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন। উনার ভাষ্যমতে তিনি রাকিব হাসানকে ২০১৬ সালে তালাক দিয়েছেন কিন্তু রাকিব তা অস্বীকার করে বলেন তিনি কখনো তামিমাকে তালাক দেন নি বা নাসিরের সাথে শুধু বন্ধুত্ব এটাই জানতেন আর কিছু না। তিনি পুরোপুরি প্রতারণার শিকার হয়েছেন যা তাকে মানসিকভাবে অনেক দূর্বল করেছে।
জনগনের ভাষ্যমতে তামিমা একজন লোভী ও চরিত্রহীন মহিলা যে স্বামী রেখে অন্য পুরুষের সাথে মেলামেশা করে। আর তার কঠোর শাস্তি চান যাতে ভবিষ্যতে এমন কেউ না করে। সবাই এর থেকে একটা শিক্ষাগ্রহণ করেছেন যে, সৎ পথে করিও ভ্রমণ যদি ও হয় দেরি কিন্তু অসৎ নারী করিয়ো না বিয়ে যদি কি না হয় দেবী। একজন চরিত্রহীন মহিলা একটা জীবন,একটা পরিবার, একটা সমাজ ধ্বংস করতে পারে। তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয় আর সমাজে ভালো ছড়ানো হোক সবার কাজ।
আমাদের পুষ্টগুলো যদি ভালো লাগে অবশ্যই পেইজটি ফলো করবেন যাতে পরবর্তী নতুন কিছু জানতে পারেন ও শিখতে পারেন আর শেয়ার করে সাথেই থাকবে।
Industry, Technology, Insurance, Viral topic,Corona news etc are available on google.