স্টুডেন্ট হ্যাকস - Book Review এবং PDF ডাউনলোড।

স্টুডেন্ট হ্যাকস - Book Review এবং PDF ডাউনলোড। 


তরুণ বা ছাত্রদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আয়মান সাদিক এবং তার ছোট ভাই সাদমান সাদিক দুজনে মিলে স্টুডেন্ট হ্যাকস বইটি লিখেছে যা বই মেলায় বেস্ট সেলার বইয়ের তালিকায় ছিল।

তাই আজ এই ব্লগে স্টুডেন্ট হ্যাকস  বুক রিভিউ নিয়ে লেখা হবে এবং বইটির PDF Download link দেওয়া হবে।


Student hacks


স্টুডেন্ট হ্যাকস বইটি মূলত ছাত্র, শিক্ষক, অভিভাবক সবার জন্যই লেখা হয়েছে। পড়ালেখা নিয়ে তাদের দৃষ্টি ভঙ্গির এবং ভুল গুলো তুলে ধরা হয়েছে। এছাড়াও বইটিতে বিভিন্ন কোটেশনের মাধ্যমে অনেক গুণী মনীষীদের কথা লেখা হয়েছে যাতে ছাত্ররা অনুপ্রাণিত হতে পারে। 

এই বইটিতে তারা দুই ভাই মিলে তাদের জীবনের অনেক অভিজ্ঞতা তুলে ধরেছে।

এই বইটিকে মূলত তিনটি ভাগে বিকক্ত করছে তারা দুই ভাই। একটি পরীক্ষার আগে করণীয়, পরীক্ষার সময় করণীয় এবং পরীক্ষার পরে করণীয়। এই বইটিতে তারা কোথাও কি করলে পরীক্ষায় ভালো ফলা ফল করা যাবে তা উল্লেখ করে নি। কারণ তারা মনে করেন পড়াশোনা শুধু শেখার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য না। তারা ছাত্রদের ডেইলি রুটিন ও পড়ালেখাকে অনলাইন ভিত্তিক করার উপর গুরুত্ব আরোপ করেছে। আবার এই বইটিতে তারা অনেক টিপসও শেয়ার করেছে।সমগ্র বইটিতে ছাত্রদের পড়ালেখা নিয়েই বেশি গুরুত্ব আরোপ করেছে তাই বইটির নাম রাখা হয়েছে স্টুডেন্ট হ্যাকস।

Buy Student hacks book


আয়মান সাদিক এবং সাদমান সাদিক ভাইয়ের এই বইটি মূলত একটি মোটিভাশনাল বই। এই বইটি পড়লে ছাত্র ছাত্রীরা বুঝতে পারবে যে তাদেরো যোগ্যতা আছে। এটি হতে পারে তাদের একটি গাইড লাইন। এই বইটি তাদেরও জন্য যারা পড়া লেখা বা অন্য কোনো বিষয় নিয়ে হতাশাগ্রস্থ। এই বইয়ে পড়ালেখার বাইরেও সকল ছাত্র ছাত্রীদের শারীরিক দিক দিয়ে সুস্থ থাকার বিষয় নিয়ে গল্প আকারে লিখেছে। ছাত্র ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়েও এই বইটিতে যথেষ্ট আলোচনা রয়েছে। তাদের এই সকল বিষয় নিয়ে আয়মান সাদিক আরো বই লিখেছেন। যেমনঃ নেভার স্টপ লার্নিং,  ভাল্লাগে না, লোকে কি বলবে ইত্যাদি। 10 Munite School এর অন্যান্য সদস্যদেরও অনেক বই প্রকাশিত হয়েছে।

বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।




ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post