কৃষি প্রযুক্তি (Agricultural Tech)

কৃষি প্রযুক্তি (Agricultural

Tech)

বর্তমনে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার করে উপকৃত হয়ে থাকি।
কৃষি ক্ষেত্রেও প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। ফলে আমরা তথা আমাদের দেশ অর্থনৈতিক ভাবে অনেক উপকৃত। 

                

                    কৃষি প্রযুক্তি 


প্রযুক্তি কি ঃ

প্রযুক্তি হলো কোনো নির্দিষ্ট বিষয়ের উপর উন্নত বা আধুনিক জ্ঞান অথবা কলা-কৌশল বা কোনো যন্ত্র
সম্পর্কিত জ্ঞান যা ব্যবহার করে নতুন কোনো যন্ত্র বা আবিষ্কার করা যায়।

কৃষি প্রযুক্তি কি ঃ

কৃষি প্রযুক্তি হলো কৃষি সম্পর্কিত আধুনিক জ্ঞান বা কৌশল ও কৃষি যন্ত্রপাতি সম্পর্কিত জ্ঞান যা ব্যবহার করে নতুন কোনো কৃষি যন্ত্র আবিষ্কার করা যায়।

বিভিন্ন কৃষি প্রযুক্তিঃ

সারঃ

সার হলো এক ধরনের রাসায়নিক প্রযুক্তি। উদ্ভিদ মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি উপাদান পায় না। ফলে সঠিক হারে বৃদ্ধি পায় না এবং কৃষকরাও পর্যাপ্ত ফলন পায় না। তাই উদ্ভিদকে আলাদা করে পুষ্টির যোগান দিতে হয়। আর এই জন্য সার ব্যবহার করা হয়। সার ব্যবহারের ফলে উদ্ভিন বা ফসল সঠিক পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। ফলে ফলনও ভালো হয়। সার সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটি জৈব সার এবং অন্যটি রাসায়নিক সার। জৈব সার পরিবেশ বান্ধব হলেও রাসায়নিক সার পরিবেশ দূষণ করে।


কৃষি প্রযুক্তি

 


পশু মোটা-তাজা করণঃ

আমাদের গ্রাম বাংলায় গরু,মহিষ,ভেড়া,ছাগল ইত্যাদি পশু গৃহপালিত পশু হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।এগুলো তাদের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি পশু মোটা তাজা করণের ফলে পশু লাভজনক মূল্যে বিক্রয় করা হয়। এতে তারা অর্থনৈতিক ভাবে লাভবানও হয়। পশু মোটা তাজা করতে নানা ধরনের প্রযুক্তি ও কৌশলের ব্যবহার করতে হয়। পশুকে মোটা তাজা করার জন্য পশুকে প্রথমে রোগ মুক্ত রাখতে হবে। রোগ মুক্ত রাখতে প্রথমে সুষম খাবার খাওয়াতে হবে এবং এবং উন্নত বাসস্থান রাখতে হবে।কোনো রোগ  ডাক্তারের পরামর্শ নিতে হবে।


ফসলের রোগ প্রতিরোধ ও প্রতিকারঃ

ফসলের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে।যেমনঃ ঢলে পড়া রোগ,মোজাইক রোগ ইত্যাদি যা ব্যাক্টেরিয়া,ভাইরাসের মতো অণুজীবের দ্বারা ছড়িয়ে থাকে। এই সকল রোগ প্রতিরোধে প্রযুক্তি ভূমিকা রাখলেও রোগ প্রতিকারে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। রোগ প্রতিরোধের জন্য উন্নত জাতের ও নিরোগ বীজ নির্বাচন করতে হবে। এতে কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। রোগ প্রতিকারের জন্য রোগে আক্রান্ত উদ্ভিদ দ্রুত উদ্ভিদে ছড়িয়ে পড়ার আগে পুড়িয়ে ফেলতে হবে।


Post a Comment

Previous Post Next Post