মুজিবনগর সরকার (Provisional Government of Bangladesh)

মুজিবনগর সরকার (Provisional Government of Bangladesh)

 

 মুজিবনগর সরকার হলো বাংলাদেশের                 প্রথম অস্থায়ী সরকার। আমাদের মহান           মুক্তিযুদ্ধ শুরুর দিকে বিক্ষিপ্তভাবে শুরু               হলেও মুজিব নগর সরকার গঠিত হলে           মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে একটা                 সুন্দর কাঠামো দেয়। এ সরকারের নেতৃত্বের         ফলেই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয়               অর্জন করতে পেরেছিল।


মুজিবনগর সরকার গঠনের কারণঃ

মুজিবনগর সরকার গঠনের মূল কারণ                  ছিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা,মুক্তিযুদ্ধকে একটা সুন্দর কাঠামো                  দিয়ে সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করে                    জয় লাভ করা। তারা এ কাজ করতে                সক্ষমও হয়েছিল। বিক্ষিপ্তভাবে শুরু                      হওয়া মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকারের                নেতৃত্বে একটি গণযুদ্ধে পরিণত করেছিল।



মুজিবনগর সরকার


১) মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিলঃ

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার 
মুজিবনগর সরকার ১৯৭১ সালের 
১০ই এপ্রিল গঠিত হয় এবং শপথ 
গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল।


২) মুজিবনগর সরকারের গঠনঃ

মুজিবনগর সরকারের নেতারা বিভিন্ন পদে
ছিল। এ সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু
  • শেখ মুজিবর রহমান - রাষ্ট্রপতি
  • সৈয়দ নজরুল ইসলাম - উপ-রাষ্ট্রপিতি
  • তাজউদ্দিন আহমদ - প্রধানমন্ত্রী
  • এম মনসুর আলী - অর্থমন্ত্রী
  • এ এইচ এম কামারুজ্জামান - স্বরাষ্ট্র,ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।
  • খন্দকার মোশতাক আহমেদ - পররাষ্ট্র  ও আইন মন্ত্রী।

৩) মুজিবনগর সরকারের কার্যক্রমঃ

মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য 
মুজিবনগর সরকার ব্যাপক পরিকল্পনা
গ্রহন ও বাস্তবায়ন করেছিল। এ সরকারের
কার্যক্রম নিম্নে উল্লেখ করা হলোঃ
  • মুজিবনগর সরকারের একটি উদ্দেশ্য ছিল    মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি করা। মুজিবনগর সরকার কাজটি করতে সফল হয়েছিল। এ সরকার বিক্ষিপ্তভাবে শুরু হওয়া মুক্তিযুদ্ধকে গণযুদ্ধে      পরিণত করে সঠিকভাবে দিক নির্দেশনা            প্রদানের মাধ্যমে বিজয় অর্জন করতে সক্ষম হয়।
  • মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের উপদেষ্টা কমিটি  গঠন করা হয়েছিল যেন মুক্তিযুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা করা যায়।
  • মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে ১১ ট সেক্টরে ভাগ করে।প্রতিটি সেক্টরও আবার অনেক গুলো সাব-সেক্টরে বিভক্ত ছিল।
  • এছাড়া রণাঙ্গণ তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত ছিল যা সেই ফোর্সগুলোর অধিনায়ক দ্বারা পরিচালিত ছিল।

মোট কথা মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

Post a Comment

Previous Post Next Post